ঠোঁটের কোণে হাসি বুঝি, নয়ন-কোণে জল !
শরৎ-প্রাতের আকাশ যেন শিশির-ঝলমল |
ওগো পথিক তুমি চিনেছ কি অনাদরের এই কেতকী
আপন কাঁটায় গোপন রহি বিলায় পরিমল ?
পথের প’রে যেথায় তোমার চরণ-চিহ্ন আঁকা ;
সেথায় ধূলি-কণায় তাহার হৃদয়-রেণু মাখা ;
কোথায় বল যাবে চলে ? মেলেছে সে জলে স্থলে
একটি করুণ মিনতি যে অশ্রু-ছলছল্ |