সদর্পে ছুঁয়েছি তোমার সব স্বপ্ন
অধিকারে রেখেছি হাত হাতে,নির্ভয়ে
নির্ভিক বলেই
আড়াল ভেঙেছি দুঃসাহসে
স্তব্ধতাও ভেঙেছি আবিল কোলাহলে
আকুলতা নির্ভুল ছিল বলেই
প্রতিটি কবিতা তোমার কাছে হয়ে ওঠেছিল
অসম্ভব স্পর্শ প্রবণ ও তৃষ্ণা প্রবণ
আর উত্তাল ঢেউয়ের মতো সংলাপময় যাপনচিত্র
এবং আলো-আঁধারে কি বিচিত্র দৃশ্যান্তর ,দ্যাখো
জীবনময়তার গভীরে শব্দ খুঁড়ে খুঁড়ে পেয়েছে
যে দহন, যে অনন্ত বিষাদ
আর যে দীর্ঘশ্বাস সম্পর্কগুলো ছুঁয়েছে
অন্তস্থ আকাশ
সময়ের ঘুর্ণিপাকে সে সব
তীব্র সম্মোহনের ভেতর
কেমন ঠিকানা বদলায়…।