জমিয়ে রাখি এক ঝাঁপি আনন্দ,
জীবনের খেরো খাতায় নাই বা রইলো আঁকিবুঁকি,
হাওয়ায় উড়ে যায় লেখাহীন কিন্তু সাদাপাতার প্রলাপ,
আর্দ্রতায় ভিজে গেছে একের পর এক অধ্যায়,
অথচ সংলাপের শব্দঘরেই সযত্নে রাখা ছিল হৃদয়ের সাংকেতিক ভাষা…….
জলস্রোতে চলে ভেসে প্রত্যাশার খরকুটো,
দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে অযুত জলরাশি,
ভুল অঙ্কের খেসারতে পড়ে থাকে ভাগশেষ,
চোখের ভেতরে আমি খুঁজি অতল গভীরতা,
বিশ্বাস হারায় নিভৃতে নিঃশব্দের নোনা জলে……
রাতগুলো ছটফট করে যন্ত্রণার অসীম আবর্তে,
জোনাকির আলো আঁধার চিরে ছিল প্রহরায়,
আলোকরশ্মির উৎস ছুঁয়ে ছুটি সুখের মোহনায়,
সময়ান্তরে ঠিক পৌঁছে যাব নির্ভুল ঠিকানায়….