দামি মশলার টোপে
আহা কী সুগন্ধ,
মৎসগন্ধা সবে বলে
গন্ধটা নয় মন্দ!
নানান রকম মশলার টোপে
পাতা আছে ফাঁদ,
গন্ধ শুঁকে মৎস্য আসে
হাতে পেতে চাঁদ।
কোন টোপে গায়ক-শিল্পী,
কোন টোপে কবি,
টোপ গিললেই কাগজে তাঁর
বেরুবে যে ছবি।
অভিনেত্রীর টোপ যে গিলে
হোটেলে কাটায় রাত,
বড়শি বেঁধা মাছের রক্তে
রাঙা যে কারো হাত।
বড় কবি হওয়ার টোপে
জোটে যে পুরস্কার
বিনিময়ে দিতে হয় দাম,
দামি অঙ্ক টাকার।
দুনিয়াটা টোপের খেলা,
মসলার দামি টোপ,
মাছের তেলে মাছ হয় ভাজা
মাছের গলায় কোপ।