হাবড়ার গ্রামের তরুণী এক,
নাম টুকটুকি দাস,
শিক্ষা যে তার,কম কিছু নয়,
ইংলিশেএম.এপাশ!
বুঝেছে সে জীবন মানে
মস্ত বড় লড়াই,
লড়াই ছাড়া ভাগ্য-বিমুখ
জীবনে যা চাই।
চাকরির আশায় হতাশ হয়ে
খোলে চায়ের দোকান,
হাবড়া স্টেশন স্টলে হলো
মুশকিলের আসান।
ত্যাগ করে সে শিক্ষার বড়াই
ত্যাগ করে লজ্জা ভয়,
হার মানেনি ভাগ্যের কাছে,
কোন কাজ যে ছোট নয়!
“এম.এ.ইংলিশ চা-ওয়ালি-
টী-স্টল”—নামটি যার,
অল্প দিনেই ছড়িয়ে পড়ে
টী-স্টলের খ্যাতি তার!