শ্রাবণ দিনে ঝিরিঝিরি
বৃষ্টি ঝরে পরে,
কলার পাতা করে ছাতা
মাথায় খুকু ধরে।
জল জমেছে পথের মাঝে
ছপাৎ ছপাৎ করে,
নূপুর পায়ে লাফায় খুকু
দারুণ খুশি ভরে।
মাঠের কোনে ডোবার জলে
মাছেরা সব খেলে,
গেঙর রবে ভেকের দলে
সাধছে গলা মেলে।
টাপুর টুপুর বৃষ্টি ছন্দে
গাইছে খুকু সুরে,
আয়রে বৃষ্টি শ্রাবণ ধারায়
নামরে আকাশ জুড়ে।
বিজলী ডাকে গুড়ুম গুড়ুম
খুকু কেঁপে ওঠে,
ভিজলে পরে বকবে মাযে
ত্বরা চলে ছুটে।