আমার নাম হয় টাকা
আমি সবকিছু দিই ঢাকা।
আমি যার কাছে থাকি
সে হয় না কোনদিন একা।
আমার জন্যই ভালোবাসা হয়
আমার জন্যই হয় আত্মীয়তা।
আমি পানের মধ্যে চুন
আর তরকারিতে নুন
তাই আমার সবাই গায় গুণ।
আমি সবার চলার পথের চাকা
আমিই আবার হয় ব্রেক
আমি না থাকলে সবই ফেক।
আমি থাকি যার পকেটে
তার সব কিছুই জোটে
আমি থাকি না যার কাছে
সে পাই না দুটো খেতে।
আমার চেয়ে শক্তিশালী
কেহ নাই আর এ জগতে
আমার কাছে তাই সবাই
মাথা নতো করতে চাই।
আমিই শত্রু,আমিই বন্ধু
আমি না থাকলে হবেনা কিছু।
আমিই বুদ্ধি,আমিই শরীরের বল
আমিই সংসার চালানো কল
না থাকলে আমি, হবে যাবে
সব কিছুই অচল, অচল।।