টাকার পিছে যারাই ঘুরে
শান্তি থাকে দূর,
অসংযমী বিলাস-সুখে
জীবন হয় চূর।
টাকার কাছে সুখের মাপ
কখনো কি হয়,
টাকায় শুধু অহং বাড়ে
মানবিকতা ক্ষয়।
টাকার কাছে সবই মিছে
কেবা আপন পর,
টাকার লোভ বড়োই নেশা
ছারখার যে ঘর।
বেপথে টাকা না ঢেলে যদি
সুপথে ব্যয় করে ,
অসহায়ের সহায় হলে
প্রভুর কৃপা ঝরে।
টাকার লোভে বিবেক নাশ
মন থাকে না সৎ
সময় কালে হুঁশেতে ফেরো
ধরে সঠিক পথ।