সহস্র ফনার বিস্তার ঘূর্ণি বাতাসের তান্ডব
চলে সন্ধ্যা থেকে গভীর রাত, নৃশংস রাহুর গ্রাসে ধরণী,
ভাঙে বৃক্ষ, কুঁড়ে আছড়ে পড়ে তীরে অসীম জলোচ্ছ্বাস।
বদ্ধ জানালার এপাশে নিশ্ছিদ্র নীরবতায় ডুবে যায় কথা,
অলৌকিক ঝড় ওঠে ভিতর বাহির ছিন্ন যাপন,
নেভে টিমটিমে শিখা রিক্তবক্ষ জুড়ে হতাশার ঘূর্ণন।
নিথর আর সরব পাশাপাশি তবু অনন্ত তফাত,
স্পর্শের বাহিরে মাটির ডাক নির্লিপ্ত যাত্রার ক্ষণ…
যোজনের দূরত্ব মাঝে অদৃশ্য প্রাচীর ওপারে শবদেহ
এপারে জীবনের হাহুতাস।