ঝোলনায় ঝুলে ঝিয়ারী
ঝাঁজর ঝংকারে ঝিনিকিঝিনি ,
ঝুমকো ঝলকায় ঝলমলি
ঝাউয়ের ঝাড় ঝুলে ঝিরিঝিরি ।
ঝরণা ঝরে ঝর্ ঝর্
ঝিলের ঝিনুক ঝলসিত
ঝোলনায় ঝুলে ঝিয়ারী
ঝটপট ঝাঁকিয়ে ঝুঁটি ।
[ শব্দার্থঃ- ঝিয়ারী-কুমারী মেয়ে, ঝাঁজর-নূপুর ]
ঝোলনায় ঝুলে ঝিয়ারী
ঝাঁজর ঝংকারে ঝিনিকিঝিনি ,
ঝুমকো ঝলকায় ঝলমলি
ঝাউয়ের ঝাড় ঝুলে ঝিরিঝিরি ।
ঝরণা ঝরে ঝর্ ঝর্
ঝিলের ঝিনুক ঝলসিত
ঝোলনায় ঝুলে ঝিয়ারী
ঝটপট ঝাঁকিয়ে ঝুঁটি ।
[ শব্দার্থঃ- ঝিয়ারী-কুমারী মেয়ে, ঝাঁজর-নূপুর ]