জীবন জুড়ে চলার পথে
ঝুঁকি থাকে নিত্য,
তাই বলে কি জীবন থামে
কাঁপে সবার চিত্ত!
বলতে ঝুঁকি বেফাঁস কথা
ভেবে চিন্তে বলো,
উদাস চলায় লাগবে ব্যথা
সাধধানেতে চলো।
হাঁটতে গেলে হোঁচট খাবে
ভাবছো বুঝি সবে!
ঝুঁকি যদি নাইবা নিলে
শিখবে হাঁটা কবে?
সাঁতার কাটা শিখতে গেলে
নামতে হবে জলে,
এক আধটু জলটা খেলে
শিখবে দলে দলে।
লেখাপড়া, খেলাধুলা
ব্যায়াম কসরৎ শিক্ষা,
ঝুঁকির সাথেই চললে পরে
সফলতায় দীক্ষা।
সফলতার সোপান পেতে
থাকবে যতো ঝুঁকি,
মনের বলে এগিয়ে যাবে
বুকের পাটা ঠুকি।