গাছের হলুদ শুকনো ঝরা পাতা
ঠিক যেন তোমার আমার আন্তরিকতা
তাও দিয়েছিলে তোমার মূল্যবান সময়
অকৃতজ্ঞ হওয়া কি আর শোভা পায়?
তোমার অস্তি মজ্জা জড়িত নর কঙ্কাল
তুলে নিল কোলে এসে সেই মহাকাল
মহাবিশ্বের শূন্যে ধূসরিত ধোঁয়ায়
কুণ্ডলী পাকিয়ে আকাশের গায়।
নক্ষত্রের মাঝে করে নিলে যে ঠাঁই
কি করে চিনব বসে ভাবি তাই।
জানতেও পারোনি তোমার রুদ্ধশ্বাস
ছিল না কারো প্রতি তোমার বিশ্বাস।
অর্থই যে তোমার অনর্থের মূল
বিষয় আশয় সবটাই চক্ষুশূল।
শবদেহ রইল তোমার পড়ে
পুড়বে দেহ চিতায় কি করে?
মুখ ভার করে প্রতিবেশীরা চিন্তায়
ভাবে সৎকারের কি হবে উপায়?
ভুলে তাছিল্য তারাই নিল দায়িত্বভার
বোঝনি তুমি কে যে আপন তোমার।