মন কেমনের অবসরে যত ঝরা পাতা আসে উড়ে,
একে একে ওরা জমা হয় শুধু স্মৃতির আঙিনা জুড়ে।
দখিনা পবনে হয়তো ওরাও একদিন দুলে ছিল,
শিহরিত প্রাণে ওরাও কখনো কারো মন ছুঁয়ে ছিল।
শিরায় শিরায় নিবিড় তৃষ্ণা জেগেছিল কারো প্রানে ,
পরম যত্নে হয়তো বা কেউ গেঁথেছিল মালা মনে।
নবোদ্গমের কিশলয় ছিল পুরুষ্টু ওই শাখে,
ক্রমে ক্রমে তারা পায় পরিণতি জীবন পথের বাঁকে।
সজীব সতেজ সবুজ ঘাসের অবুঝ অমোঘ টানে,
দুর্দম বেগে ছুটেছিল তার অজানা আকর্ষণে।
কত ভাঙা গড়া, কত ওঠা পড়া মিছে শপথের ধার,
আজ শুধু জেনো শেষ সম্বল জীর্ণ পাতার ভার।
বুকের ভেতর সযতনে রাখা নিবিড় সে কথকতা,
খসে খসে পড়ে আলগা শিথিল বিবর্ণ ঝরা পাতা ।