পূবালী বাতাসে স্থির চোখ মেলি
জলের ধারায় করি জলকেলি
আমরা যে ঝরাপাতা।
মরশুমি রোগে রং হয় ফিকে
রোদে-দাবানলে পুড়ি দিকে দিকে
আমরা যে ঝরাপাতা।
শিরায় শিরায় ব্যথার স্মৃতি
নবপল্লবে গাঁথি বিস্মৃতি
আমরা যে ঝরাপাতা।
প্রলয়ের কালে মর্মর তান
গেয়ে যাই শেষ জীবনের গান
আমরা যে ঝরাপাতা।
কুঞ্জে কুঞ্জে কলরব ওঠে
মাটির বাঁধন শরীর লোটে
আমরা যে ঝরাপাতা।