ঝরঝর বারিধারা ভেজা আঁখিপাতে
রোমাঞ্চিত তনুমন শিহরণ তোলে,
বিরহিনী একাকিনী এ বাদল রাতে
সুখস্মৃতি স্বপ্নলোকে মন সদা ভোলে।
ক্ষণকালের জীবনে পাই যেন দেখা
বিরহের মলিনতা বৃষ্টি হয়ে ঝরে
বিদায়ের পদধ্বনি অশ্রু দিয়ে লেখা
বাদল মাদল মাঝে স্মৃতি শুধু ভরে।
বরিষণ পরশনে হিয়া মোর কাঁপে
আশঙ্কার মাঝে সদা লাজ পড়ে খসে।
হারালাম সখা বুঝি কিবা তব পাপে
মন্ত্রবলে যাদুবলে আশে আছি বসে।
প্রাণহীন উদাসীন শুষ্ক ওষ্ঠ ভরে
সংকীর্তনে প্রভুনাম যুক্ত দুটি করে।