ঝমাঝম বৃষ্টির শব্দ তোমার ভীষণ প্রিয়,
বৃষ্টির মতো রিমঝিম শব্দে
যখন তোমার ঘুম ভাঙাই।
ধ্যানমগ্ন তুমি তখন ফেলে আসা অতীতের স্মৃতিচারণায় পানকৌড়ি ডুবে মন রাঙাও।
হাওয়ায় উড়িয়ে দিই কবিতার ছেঁড়া পাতা।
বৃষ্টি তে ভাসাই কাগজের নৌকা ভেলা।
তুমি রেগে হও অগ্নিশর্মা।
আমার দুচোখে তখন তুমুল বর্ষা।
আরও ভাসাই ডোবাই।
বুঝতে দিই না বৃষ্টির শব্দের বোবা কান্নার ভাষা।
প্রকৃতিতে বৃষ্টিই আসে আপন খেয়ালে নুপুর পায়ে বালখিল্যতার আবেশ নিয়ে,
কবির কলমে কবিতার শব্দ চয়নে।
ঝমাঝম বৃষ্টির শব্দে যখন আর নেই কোথাও!
তোমার ব্যাকুল দিশেহারা চোখ খুঁজবে কি আমায়?
শব্দ হয়ে ঝরবো হৃদয়ের শুষ্ক বারান্দায়।
মেঘ হয়ে উড়ে যাবো এই দুনিয়া ছেড়ে অন্য এক দুনিয়ায়,
এক আকাশ ভর্তি কবিতা হয়ে রয়ে যাবো তোমার হিজিবিজি কবিতার খাতায়।