স্বীকৃত ভালোবাসার স্বীকারোক্তি ভালবাসি
স্বতঃস্ফূর্ত আহ্বান তোমাকে
এসো কর অবগাহন জলপ্রপাতে
উন্মথিত প্রেমে গর্ভবতী নারী প্রসব করে বিত্ত।
সূর্য যদি মাঝ আকাশে তবে কেন ছায়া দীর্ঘকায়?
মিথ্যা কথার কারচুপি এ মধুশালা বসে মক্ষীরাণী
এ কেমন বীণার সুরের ঝংকার পুড়ছে যেন কার দরবার!
ভেসে আসা ফুল নদীর কিনারে ফিরতে পারে না আটকায় ঝোপে
শ্যাওলা মাখানো ঘাট সাক্ষী ইতিহাস কিছু কথা কানে কানে
পুবের উষা পড়ন্ত বেলা মন্ত্র আওড়ায় পুরোহিতে…
ওম্ শান্তি শান্তি শান্তি হিঃ।