লিখে পড়ে জ্ঞানে ভরে
খুশি রেশে ঘুরে দেশে
সাধ জাগে মনে
কত ভাব সনে
পড়া লিখে সব শিখে
নেয় দেখে মন রেখে
সোনা যাদু ধন
হবে জ্ঞানী জন।
পাঠে মন সারা ক্ষণ
যত পড়ে নেশা চড়ে
হৃদে সুখ ঝরে
নেবে জয় করে,
যাহা লেখে গুরু দেখে
খুশি ভরে স্নেহ করে
বড়ো হও বলে
জ্ঞান পথে চলে।
জ্ঞানে আলো ঘুচে কালো
থাকে জুড়ে জ্ঞান পুরে
খোকা বসে ভাবে
সুখ সেও পাবে,
পিতা মাতা স্নেহ দাতা
ভরে হিয়ে মায়া দিয়ে
জ্ঞানী হবে সাধে
আশা মনে বাঁধে।