ছাত্রজীবনে শিক্ষক হলেন গুরু
প্রথম শিক্ষক মাতা,
মহাজ্ঞানী আদর্শবাদী শুভচিন্তক ত্যাগী
শিক্ষক জ্ঞান দাতা।
অন্ধকার হতে আলোর দিকে
পথপ্রদর্শক রূপে আসে,
মানব জাতির জনক তিনি
পণ্ডিত রূপে ভাসে।
সু-শিক্ষা দানে ব্রতী থাকেন
সমগ্র শিক্ষক কুল,
কলুষ মুক্ত সমাজ গড়তে
নাইকো তাদের তুল।
জ্ঞানের ভাণ্ডার আছে তাদের
শেখায় যত্ন করে,
লালন পালন ছাত্র কুলের
অসীম ধের্য ধরে।
গুরুর আশীর্বাদ ছাত্রের মাথায়
সদা সর্বদা বর্ষে,
গুরুর দেখানো পথটি ধরে
ছাত্র থাকে হর্ষে।
৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস
জ্ঞানী গুণী মাত্র,
বিশ্বজুড়ে শিক্ষক দিবস মানায়
প্রণাম জানায় ছাত্র।