একটা বিবস্ত্র দেওয়াল খাড়া হয়ে আছে সোসাইটির মাঝে
এপারে বিবস্ত্র দেয়ালের দর্শক
ওপারেও বিবস্ত্র দেওয়ানের দর্শক
মাঝখানে দাঁড়িয়ে রঙচটা বিবস্ত্র দেওয়াল
দু’ধারের দর্শকদের গায়েও বিবস্ত্রতার আবরণ লেগেছে,
কেউ করেনি খেয়াল
বিবস্ত্র মানুষের নামের আড়ালে প্রসঙ্গ শুধুই দেওয়াল
বিবস্ত্র দেওয়ালে-মানুষে টক্কর এবং ঘর্ষণ দুটোই হবে
নগ্ন সীমার চূড়ান্ততায় পৌঁছলে যা হওয়ার তা হবেই হবে
হঠাৎ স্তব্ধ হয়ে যায় নীতি আদর্শের বাতাস
শত সততার গীতিমালা খুলে যায়
মানবতা ফিরে এলে আসে ফিরে দীর্ঘশ্বাস
বিবস্ত্র দেওয়াল বিবস্ত্র মানুষ
বিবস্তায় ডুবে যায় মনুষ্যত্ব
নেচে নেচে জেগে ওঠে মোহময় জৌলুস।