রাতের গভীরে রাত গুমরে ওঠে কেঁদে।
মুহূর্ত ছুঁয়ে মন হারায় সেই চিলেকোঠা মনটায়।
ঘুমহীন চোখে খাতা খুলে বসতেই জোনাকি আসে আলো নিয়ে।
দুঃখ লিখতে যাব যেই আলো ছড়িয়ে দিলো ওই।
আমি এখন ডানা কোথায় খুঁজে পাই?
আমি তখন পাতা জুড়ে শুধু আলো আলো লিখে যাই।
একরাশ জোনাক আলো আরো কাছে আসে,
বলে আর একটু ওই দিকে এগিয়ে যাও, দাখো চেয়ে, ওই তো আর একটু ওই দিকে…
যেই একটু আশার হাত বাড়াই, অমনি নিরাশায় চরাচর ছেয়ে যায়।
জোনাক আলো যায় হারিয়ে। খাতার পাতায় তখন দুঃখ এসে কবিতা লিখে যায়।
বুঝি,সব যন্ত্রনার ভাষা হয় না। প্রকাশ করতে নাই।
তাতে বোধহয় যন্ত্রণার প্রবিত্রতা নষ্ট হয়।
অন্ধকারের নিলচে সবুজ আলোয়, জোনাক আলো, কাছে আসতেই, কানে কানে বলে ,
দেখ রে চেয়ে দেখ ও মেয়ে, এই পৃথিবীতে কেউ যে কারোর নয় !
আমি অবাক চোখে জোনাক আলোয় চেয়ে দেখি তোমার শহর কল্লোলিনী কোলকাতা!!