প্রলয়ের পাল তুলে ঘিরেছো এ -মন ,
ছেড়ে দিলে ছিঁড়ে যাবো
হয়তো হারাবো এই স্বাদু মৌবন ।
তছনছ ঝড়ে ঝরে’ জমা হই রোজ ,
মননে ফাগুন জ্বেলে
রেখেছো , করেছো তার অভিলাষী খোঁজ ?
যতটা জ্বলতে পারি , ঠিক ততটাই
জোনাকি জীবনে কবি
ছেড়ে যেতে হবে জেনে ডানা ঝাপটাই ।
জেনেছো কবিতা কুলু তুমিহীন খরা ,
তাই কি গভীর গ্রহে
লুকিয়ে রেখেছো সোনা , সোহাগ অধরা ?
পেয়েছি পোড়ার সুখ সৃজনী আলেয়া
তোমার প্রশ্রয়ে তুষ ,
কীভাবে ফেরাবো ধিকি ঋণের বকেয়া !