নিজেকে খুব অগোছালো ভাবতাম
রঙিন কৌটোদের অসুখে
কিন্তু ভেতরের এতো ভাঙচুর যে নিমেষেই গুছিয়ে
শুকনো গাছে জল ঢালতে চলে যায়
তাকে ঠিক অগোছালো বলি কি করে?
যখন অনেক গুলো হেরে যাওয়া মুহূর্তদের একসাথে আগলে রেখে উঠে দাঁড়ায়…
বুঝি ধৈর্য্য প্রসব করেছি
যখন নিমপাতা-রাগ গুলোকে
যুক্তির তীক্ষ্ম দাঁতে পিষে দিই
ভাবি এইতো জিতেছি
উগ্র অন্ধকার পান করে
আলোর প্রেমিক