মৃত্যুর মিছিল দেখি চারপাশে,
স্বজন বিয়োগে বুক ভরে ত্রাসে।
আপনজনার বুকে হানে ছুরি,
মুখোশের আড়ে খেলে লুকোচুরি।
ক্ষমতা লোভ দেশ খায় কুঁড়ে,
গণতন্ত্র কৈ! ধ্বজাই ওড়ে।
জীবনের গতি দিশাহারা আজ,
যারা ছিল চেনা অচেনার সাজ।
মানুষের মনে ধরেছে যে ঘুণ
সহায় চাইলে মুখ করে চূণ।
পীড়িতের পাশে কেহ নাহি আসে,
দেখে ছুটে ভাগে ভয়ে আর ত্রাসে।
পিতা-মাতা হীন কত পথশিশু
জঠর জ্বালায় কেঁদে চলে যীশু
চারদিকে ছেয়ে শুধু পচা লাশ
ফুটবে কি কভু প্রেমের পলাশ!
দয়াময় প্রভু মিনতি তোমারে,
মানবতা তুমি দাও অন্তরে।
তোমার সৃষ্ট মানবের মনে,
জাগাও প্রীতি শান্তির সনে।