কারখানায় জন্ম আমার
মুচিতে সেলাই করে।
তবু আমি ঠাঁই পেয়েছি
সব ধরনের লোকের ঘরে।।
ধন্য ঈশ্বর ধন্য তোমায়
এই রূপেতে আমাকে গড়ায়।।
বুট পামসু চটি ইত্যাদি
কত নামে আমার পরিচিত।
কাঁচের শোকেস থেকে ডাস্টবিন
রাস্তা থেকে হসপিটালের কেবিন
সব জায়গায় আমার বিচরণ।
তাই তো আমি শত কষ্ট পেয়েও
ওদের সমস্ত ভার করি বহন।।
শুধু একটাই দুঃখ আমার মনে
রোদ বৃষ্টি ও কাদায় কতকষ্ট সয়ে
সাথে নিয়ে বেড়াই সর্বত্র সব সময়
তবুও আমায় মনে রাখে না ওরা।
যখন আমি কচি থেকে হোয় বুড়া,
যখন আমার সোলটি যায় খুয়ে
বাবুদের লজ্জা লাগে আমায় সাথে নিয়ে
আগের কথা ভুলে গিয়ে ফেলে দেয় ডেনে
একটি বার ও কাঁদে না প্রাণ আমার জন্যে।।