শীতের দিনে মাঘের ভোরে
যাচ্ছে নিয়ে কাঁধে করে
খেজুর রসে কলস ভরে
শিশির ভেজা পথ ধরে।
যাচ্ছে ভোরে দূর দেশে
হেঁটে হেঁটে হেঁকে হেঁকে
মাঘের শীতে খেজুর রসে
জুড়াও প্রাণ এক চুমুকে।
শীতের দিনে মাঘের ভোরে
যাচ্ছে নিয়ে কাঁধে করে
খেজুর রসে কলস ভরে
শিশির ভেজা পথ ধরে।
যাচ্ছে ভোরে দূর দেশে
হেঁটে হেঁটে হেঁকে হেঁকে
মাঘের শীতে খেজুর রসে
জুড়াও প্রাণ এক চুমুকে।