পড়াশুনা করে ছেলে
চাকরিবাকরি করবে বলে,
ছেলেবেলাতেই খেলা শেষ
দৌড়ঝাঁপও ছয়েই শেষ।
শৈশবটা কাটিয়ে দিল
ভারী ব্যাগ পিঠেতে তুললো।
ভর্তি হলো স্কুলে তাই
জীবনে ভালো চাকরি চাই।
অনেক বাধা কাটিয়ে শেষে
কলেজেতে এলো শেষে।
ধীরে ধীরে বড় হলো
পড়াশুনাও শেষ হলো।
চাকরিবাজার খালি নাই
চোখে অন্ধকার দেখলো বাবাই।
কোনমতে চাকরি পেল
শিক্ষার মান জলে দিল।
খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে চলতে
একসময়ে হলো থামতে।
সারাজীবন যাবৎ খাটি
ছোট একটা গড়লো বাটি।
কিন্তু শনির অভিশাপে
কুটিরেও পারলোনা থাকতে সে।
বেড়িয়ে গেল নিরুদ্দেশে
সমাজ শিক্ষা রেখে পশ্চাৎদেশে।।