ছোট বড়ো অভিমানগুলো জমে জমে আজ একটা পাহাড় হয়ে গেছে,
চাইলেও পারিনা ডিঙোতে।
চেনা বৃত্তের বাইরে এক বিন্দু আমি,
নিজেই নিজের সঙ্গী।
কারও অনুশোচনায় আজ আর সিক্ত হইনা,
কারও আঘাত আর আহত করে না।
চাওয়া পাওয়ার হিসেব আর করিনা।
সম্পৃক্ত আছি নিজেতে,
হয়তো মৃত ছিলাম এতদিন,
অনুভূতিহীন দেহটাকে টেনে নিয়ে যাওয়াটাই হয়তো জীবন।