জীবনের হাতে দেখি ভগ্ন সাঁজি
ফুলহীনতায় খোলে চিন্তার পাঁজি
প্রাত্যহিক সঞ্চয়ে শূন্যতার বিষ্ঠা
ব্যর্থতায় ভরে যায় প্রাপ্তির পৃষ্ঠা।
স্বার্থের দলদাস এ ভুবন খানি
ঘরে,ঘরে শুধুই কেবল অভিমানী
সাথি ভেবে বুকে নিলেই তোমার হলো?
কতটা পেলে সুখ , ভেবে চিন্তে বলো!
রফা হলো,দফা ভাব হলো কিছু
দুদিন পরেই দেখি লোক লাগে পিছু
মত্ততা ওঠে সংসারে ভাগ-বাটোয়ারা
খা,খা কিছুটা ভাগ পাই যেন আমরা।
আমি ভালো,খুব সৎ সমাজে বিজ্ঞাপন
আমার মা,ভাই, প্রতিবেশী,সবাই আপন
তলে, তলে সুর তোলে ভীষণ সংঘাত
ব্যবসায়ী মুচকি হেসে বিকায় সংবাদ।
আমি আর কবিতা জীবনের খেলাঘরে
হাসি আর গান রেখে যাবো থরে, থরে
সুখহীন জীবনের অনুভবের আয়নায়
ভালোবেসে দিনগুলো কাটুকনা যাতনায়!