উদ্যানে মলিন হয়ে আছে যারা
আঘ্রানের করুন সুরে বাঁধা তারা
যন্ত্রণাকে সঙ্গী করে আছে বেঁচে
দুরারোগ্য ব্যাধির মতোই দুঃখ সেঁচে
পতিত-প্রত্যাশা রয়েছে আজও জানালাজুড়ে
আশার-আলোক ঢাকছে শহর শোকাহত সুরে
ক্রোধাগ্নী-তে কাতর সকল বিষন্নতা
জখমের দেওয়াল বেয়ে উঠেছে নিবিড় দ্রাক্ষালতা
অনারোগ্য স্মৃতির ঘরে সাজিয়ে চিতা
অন্তিম ঊষার অস্ফুট আলোয় আসীন জীবন-সংহিতা