সকালের সূর্য ওঠা মানে যে সকল মানুষের
ক্ষুধা নিবারণের প্রচেষ্টার সময় হয় শুরু,
গোধূলি পার করেও হয় না প্রচেষ্টার শেষ,
তাদের কাছে ভাঙা চালের ফাঁক হতে আসা
চাঁদের আলো স্বপ্ন নয় দুশ্চিন্তার সঙ্গী l
জীবন পরিবর্তনের বিন্দু মাত্র আশা দেখে না তারা l
অতিরিক্ত খাবার ডাস্টবিনে জায়গা পায়,
কিন্তু ক্ষুধার্ত মানুষের শূন্য থালা l
কুকুর, শুকরের সহিত ভাগ করে নিতে হয় উচ্ছিষ্ট,
রঙিন সমাজ সোশ্যাল মিডিয়ায় এই ছবিতে দেয়
কান্নার, কষ্টের রিএক্ট,
ক্ষুধা নিবারণের উপায়ে খুঁজে দিতে তারা ব্যর্থ l
পৃথিবী আজ বিবেক শূন্য, আধিপত্যবাদী শক্তিতে
পরিণত হয়েছে l
এসো সকলে মিলে সচেতন হই, উপকারের হাত বাড়িয়ে দিই ll