যেটুকু নিজেকে চিনেছি,
শুধু তোমার জন্য-
তুমিই আমার আত্মপরিচয়।
তোমাকে তাই মন বাড়িয়ে ছুঁই।
দুটি মনের ভাবনারা যখন এক হয়।
ভালোলাগা গুলো ভালোবাসা হয়।
তাই ভালোবাসার প্রতি,
কোন অভিযোগ রেখো না।
প্রকৃত ভালোবাসা দুর্লভ।
আর জীবন সেও তো একটাই।
যেটুকু নিজেকে চিনেছি,
শুধু তোমার জন্য-
তুমিই আমার আত্মপরিচয়।
তোমাকে তাই মন বাড়িয়ে ছুঁই।
দুটি মনের ভাবনারা যখন এক হয়।
ভালোলাগা গুলো ভালোবাসা হয়।
তাই ভালোবাসার প্রতি,
কোন অভিযোগ রেখো না।
প্রকৃত ভালোবাসা দুর্লভ।
আর জীবন সেও তো একটাই।