দুখের পাহাড় বুকের মাঝে
চাপা দিয়ে রেখে,
কাজে ব্যস্ত থাকে নারী
মুখে হাসি মেখে।
শতেক কষ্ট সয়ে সয়ে
কুলুপ এঁটে মুখে,
তবু তীক্ষ্ণ বাক্য ফলা
বিঁধে চলে বুকে।
মোমের মতো পুড়ে নারী
ঘরকে করে আলো,
ধূপের সুবাস যায় বিলিয়ে
বাসো একটু ভালো।
নারী জন্ম নিয়ে যদি
এলো ধরার ‘পরে,
অপবাদ আর লাঞ্ছনা তে
জীবন ওঠে ভরে।
নিজের সুখটা চায়নি কভু
রাখতে সবে তুষ্ট,
এতো করেও পায় না যে মন
হামেশাই যে রুষ্ট।
জীবন যুদ্ধে ধস্ত নারীর
দুঃখে হৃদয় কাঁদে,
তবুও কি বিচিত্র মন
ফের মায়ার ফাঁদে!