তুলসী , আমার কিশোর জন্মে তোমার সঙ্গে
আমার আলাপ হরির লুটে ।
আকাশ ধরার বাতাস ডানা কী ফুটফুটে !
চিনির দানার কাঁকুড় কুচির সামান্য সুখ
এক পৃথিবী হীরের খনি এক ছুট্টে ।
জীবন বেড়ে গন্ধমাদন , কোথায় কিশোর ?
সময় চারণ , সামলে রেখো , পথ হারাবে ।
বিশল্য , তোর পাশেই ছিলো , কই করণী ?
আয়ুর ভাঁজ কী খেয়েই নিলো আস্ত ওষুধ
অবাক করা প্রাণের পালের স্রোত সরণী !
আনন্দ -ভুক অ- সুখ আমার কে সারাবে ?