বেলা শেষে মনের দেউরিতে
ভিন্ন স্বাদের ঘ্রাণ,
অতীত স্মৃতির হিসেব নিকেষ
সুখ দুখ ভরা প্রাণ।
রীতি নীতি আচার শিক্ষা
নিয়ে যৌবন বন্দরে,
পৌঁছে যাওয়া সমাজ সনে
মানিয়ে চলার অন্দরে।
সংসার ধর্ম পালন তারপর
কত ব্যস্ততা সাথে,
কষ্ট শত হাসি মুখে
চেপে দিনে রাতে।
সন্তান সন্ততি লালন পালন
উপযুক্ত করে তোলা,
বেলা শেষে ক্লান্ত জীবন
স্মৃতির বেদন দোলা।
বিষন্ন মন একাকিত্বতা
নিয়ে দিবস যাপন ,
সন্তান সকল কর্ম ব্যস্ত
রয় যে সর্বক্ষণ।
ভব পারের চিন্তা তখন
সকাল দুপুর সাঁঝে,
ইষ্ট নামে কাটে বেলা
মায়া সংসার মাঝে।