বসুধার রঙ্গমঞ্চে অভিনয় শুধু
মায়া মোহ মরীচিকা চোরাবালি ধুধু।
পরিবার পরিজন কেউ কারো নয়,
সংসারেতে মায়াবদ্ধ জীব শুধু হয়।
স্বার্থতরে কর্মকাণ্ড চরিত্রের ভেদ,
অলীক স্বপন গাঁথা রেষারেষি খেদ।
নিছক খ্যাতির পিছে বৃথা ছুটে চলা,
অহং প্রতাপ যত কত ছলাকলা।
বিজ্ঞ প্রাজ্ঞ বহু জন দার্শনিক ভাব,
মুখোশের আড়ে দেখি বিচিত্র স্বভাব।
ছাপোষা সরল যারা হয় সাদাসিধে,
কখনো বেসুরো গায় স্বার্থাঘাতে বিধে।
ভালোবাসা মেকি বুঝি বিপদের কালে,
প্রগাঢ় বন্ধুত্ব তবু রয় দূরে চালে।
জীবন অবিনশ্বর জানে সর্ব জনে,
ঈর্ষা দ্বেষ নাট ভবে চলে প্রতি ক্ষণে।
অন্তিমের যাত্রাপথে কালের নিয়মে,
হবে যেতে সকলকে সময়ের ক্রমে।
সুখ দুঃখ মোহ মত্ত সমাজ যাপন,
জীবন নাট্যশালায় পুতুল নাচন।