সময়ের কালস্রোতে ভেসে যায় সব
হাসি কান্না শেষ হলে, থামে কলরব।
দু দিনের খেলাঘরে কে নিজ কে পর
আমার তোমার মাঝে মিথ্যে সাজে ঘর।
রবি শশী আলো ঢালে সর্ব প্রয়োজনে
করে না তো ভেদাভেদ ধনী দীন জনে।
সৎ পথে সুখ বাঁধা শিরদাঁড়া সোজা
ভিন্ন পথে ছলনায় মিথ্যে সুখ খোঁজা।
পাপ পূণ্য ভালো মন্দে বিবেকের বাস
হিসেব দাঁড়িপাল্লায় অদৃষ্টের দাস।
মিথ্যে অহমিকা বোধে ঘর বাঁধে চরে
লোভ লালসার ফাঁদে পাপ চেপে ধরে।
অলসতা অভিশাপ শ্রমে নেই ভয়
কর্ম করে যাও সবে হবে ঠিক জয় ।
সময়ই শিক্ষাগুরু, নিজ ছন্দে চলে
চলেনা তো জারিজুরি, সত্য কথা বলে।