সেই বকুল কুড়ানো ভোর, শ্রান্ত দুপুরের জলাভূমি
আর বেলাদির রাঙা আঁচলের উত্তাপ
মনে পড়ে—
সবুজ ছায়ার শ্যামলিমা স্নাত
সুচতুর যৌবন, চুপি চুপি ডাক দিয়ে যায়
হাজারো ইচ্ছা পূরণের নীল সায়রে—
যেখানে সুখানুভূতি হৃদয়টা ঈগলের মত
সুবিশাল ডানা মেলে নির্জন রাতে
আর বিস্ময় জড়ানো দুটি চোখ
রাত জাগা ক্লান্তির শোক ভুলে
রাশি রাশি কালো জল মেখে
দাঁড়াতো একাকী সাগরের কূলে—
যেথা নীলনয়না হরিণী বিরাজ করে
মায়া কুহকের স্মৃতি ঘরে।।