শূন্য হাতে এই তরী আর বাইব কেমন করে?
বৈঠা ছাড়া পার হওয়া যায় জগৎ পারাবারে?
লাগলে হাওয়া দুলবে তরী
ঘুরিয়ে দেবে মুখ
ভিড়বে তরী দুঃখের দিকে
ফুরিয়ে যাবে সুখ।
যতই তুলি পাল এই জীবনে
বৈঠার কিন্তু খুব প্রয়োজন,
যতই সাজাই জীবন নৌকো
বৈঠা ছাড়া ব্যর্থ হবে সব আয়োজন।
বৈঠা থাকলে প্রবল তুফানে
নোঙর যাবেনা ছিঁড়ে
যেখানেই যাক জীবন তরী
ঠিক আসবেই ফিরে।