স্থির নদী জল মাঝে নাও বেঁধে রেখে সাঁঝে
যায় চলে ঘরে নেয়ে,
নভে গোধূলির রঙে সাজে ধরা নানা ঢঙে
লাল আভা যায় ছেয়ে।
অপরূপ শোভা তায় দেখে মন ভরে যায়
থাকি চেয়ে তার পানে,
তরু সারি চুপ অতি অমা নামে ধীর গতি
নিয়মের বাঁধা টানে।
কত প্রতিবিম্ব ছটা রঙ বেরঙের ঘটা
জল ‘পরে আঁকে ছবি,
মনোরম কত শোভা দেখে লাগে মনোলোভা
কাব্য রচে চলে কবি।
পাটে গেছে দিবাকর আঁধারেতে চরাচর
নাও একা থাকে জলে,
জীবনের তরীখানি এমনই হবে জানি
জীবনের শেষ পলে।
বয়সের ভারে যবে তনুবল হারা হবে
নাও মত রবে একা,
সারাদিন প্রতিক্ষণে থাকা বসে স্মৃতি সনে
নেই স্বজনের দেখা।