জীবন মানে পর পর কটা অধ্যায়।
প্রতিটি পাতায় ছাপা থাকে যেন শ্রদ্ধায়।
জীবন মানে সুখ দুঃখের চক্রবৎ ঘোরা।
সব কিছু বিপদাপদ মেনে নিই মোরা।
জীবন খাতার প্রতি পাতায় পাই সম্মান।
সততার পথে না পাই যেন অসম্মান।
জীবন মানে পর পর কটা অধ্যায়।
প্রতিটি পাতায় ছাপা থাকে যেন শ্রদ্ধায়।
জীবন মানে সুখ দুঃখের চক্রবৎ ঘোরা।
সব কিছু বিপদাপদ মেনে নিই মোরা।
জীবন খাতার প্রতি পাতায় পাই সম্মান।
সততার পথে না পাই যেন অসম্মান।