শুনসান রাস্তা রৌদ্র কড়া
সন্তান কাঁখে মাথায় বোঝা,
ছাগল চরিয়ে ফিরছে ঘরে
গরিব ওরা সরল সোজা।
সংসার চালাতে ঘরে বাইরে
খাটে এভাবে তারা নিত্যদিন,
কায়িক শ্রমই জীবন ওদের
করে যাপন অতি দীন।
শুনসান রাস্তা রৌদ্র কড়া
সন্তান কাঁখে মাথায় বোঝা,
ছাগল চরিয়ে ফিরছে ঘরে
গরিব ওরা সরল সোজা।
সংসার চালাতে ঘরে বাইরে
খাটে এভাবে তারা নিত্যদিন,
কায়িক শ্রমই জীবন ওদের
করে যাপন অতি দীন।