পাহাড় জানে নদী আর ফিরবে না
নদীও বোঝে পাহাড় ফেরাবে না ।
আসলে দুজনেরই ফেরার এবং ফেরানোর
সাধ্য ও ক্ষমতা কোনোটাই নেই ।
ভালোবাসার ঝর্ণাশ্রম ধরে আছে
উৎস থেকে মোহনার অখণ্ড মন ।
প্রতিটি ঢেউ একই সঙ্গে
নতুন আর বনেদি বোধের বিপন্ন বুদবুদ ,
এক এক জন্মছায়ার শ্লোকে স্রোতের বন্ধুতা ।
অবিচ্ছিন্ন এই চুম্বক চুম্বন
কেউ চেষ্টা করলেও ছাড়াতে পারে না
পাহাড়ও না , নদীও না ।
জীবন , স্মৃতির এক আঁকাবাঁকা সেতুর সমাস
জন্ম মৃত্যুর মাঝে এক আশ্চর্য খুঁতখুঁতে খোয়াবনামা ।