হিসেব নিকাশ সকল থাকে
জীবন খাতায় লেখা,
মিলে না তো হিসাব হোক না
যতোই অঙ্ক শেখা।
বুঝে সুঝে হিসেব করে
চলবো যতোই বলি,
ব্যয়টা করতে রয় না মনে
কষ্টে সৃষ্টে চলি।
জীবন যাপন নিয়ে হিসেব
কষে রাখি মনে,
হিসেবটা হয় গরমিলে যে
ভাবি শঙ্কা সনে।
ইচ্ছেখুশি চলতে গেলে
আসে বাধা নানা,
মন দাবিয়ে চলতে গেলে
সমস্যা দেয় হানা।
যতোই করি চেষ্টা তবু
পড়তে যে হয় ফাঁদে,
মেলে নাতো জীবন- হিসেব
মনটা তাই কাঁদে।