জীবনের সাথী জ্বালাবে গো বাতি মনে ছিলো মোর আশা,
সুখে বাঁধা নীড়ে রহিব দুজনে ভালোবাসা রবে খাসা।
যামিনী নিশিতে মধু প্রেম গীতে বাসর জেগেছি দোঁহে,
অপলকে চেয়ে প্রেম তরী বেয়ে ভেসেছি দারুণ মোহে।
হৃদয়ে হৃদয় মধুর প্রণয় মিলনের নেশা ঘোরে,
আলিঙ্গনে বাঁধি যত তৃষা সাধি বাহুপাশে নিলে মোরে।
অপলকে চাহি মোর মুখপানে জড়ালে বুকের মাঝে,
সুখের গভীরে ডুবেছি কেবলি আনন্দে মন নাচে।
আলোর রাশিতে তোমার হাসিতে অপরূপ হেরি ছবি,
মনের গহনে রাখি গো যতনে তুমি যে আমার সবি।
দয়ালেরে ডাকি আকুতি যে মাখি যেন থাকি মোরা মিলে,
রবো সদা নামে সুখে নিজ ধামে ভক্তিরসের ঝিলে।
সহসা আঁধার বুক করে ভার অশনিসংকেত শুনি,
থাকো দূর সরে মুখ কালো করে মনেতে বিপদ গুনি।
বলো নাকো কিছু ছুটি যত পিছু বিষাদ জড়ানো মুখে,
কিসের কারনে এড়াতে যতনে না বুঝে মরিগো দুখে।
টলিছে হৃদয় মনে জাগে ভয় আড়ালে রাখিছো যাহা
আসিলো যেদিন শমন সেদিন বুঝিতে পারিনু তাহা।
নিদারুণ শোকে কাঁদি আমি দুখে চলে গেলে কোথা তুমি,
তুমি ছাড়া আমি কিছু নাহি স্বামী শূন্য হৃদয়ের ভূমি।