স্বল্পক্ষণের মেয়াদ নিয়ে
মানুষ ধরায় আসে,
কালের শমন আসবে যখন
দমের বায়ু গ্রাসে।
আসলে ভবে যেতেই হবে
এইতো বিধির নীতি,
সুখের -দুখের -কান্না- হাসির
চিরন্তন যে গীতি।
কলের পুতুল মানুষ সবাই
সৃষ্টিকর্তার হাতে,
তেমন চালান তেমনি চলি
সুতো নাড়ার সাথে।
উচু নিচু ধনী গরিব
সমান যাহার কাছে,
সবার তরে স্নেহের আঁখি
তাঁহার জেনো আছে।
জীবন স্বল্প থাকবে গল্প
সুকাজ করে গেলে,
ধর্মে কর্মে রাখলে মতি
প্রভুর কৃপা মেলে।