আগুন উড়ছে মাঠের ভেতর,মাঠ জুড়ে বৃন্দ গান
বাতাসে চাপা স্বর,উড়ছে ঘুড়ি,ঘুরছে লাটাই
তাই হাততালি ঘিরে রোদবৃষ্টি,গোপন প্রেম
আর ফসলের ক্ষেতের দিকে পাখির চোখ
ও ঘর বাড়ির দাওয়ায় নবান্নের ব্রত গান
বাদল মেঘের মতো ঝরে পড়ার আগে
নতুন কবিতারা এসে যখন ঘুম ভেঙে দেবে
দুহাতে ছড়িয়ে দেবে ভোরের শিশির
ও ফুল ফোটার শব্দমালা
তখন আকাশে বাতাসে স্থির স্বচ্ছ নদীও ওঠে আসবে
উপচে পড়া ক্ষোভ থেকেও ওঠে আসবে
আগুনের গনগনে ধুঁয়ো
পথ থেকে ওঠে আসবে,উড়ে আসবে পথের ধুলো
মাঠে মাঠে ফসলের সোহাগ উড়বে
যাপনের সূচীপত্র ঘিরে ঝলসে উঠবে
আগুন ও ধুলো মাটির অক্ষর
দেখে নাও,কিভাবে একে একে কবিতা হয়ে ওঠছে
আমাদের যাপনের দিনগুলি রাতগুলি
দেখে নাও,কিভাবে স্বপ্ন-মগ্ন হয়ে ওঠছে
আমাদের জীবনের আগামী পর্বের বর্ণমালা ।