বেশ তো…. আসি তবে….!
অনেক তো হলো, জীবনের অঙ্ক মেলানো… বীজগণিত,জ্যামিতি ছেড়ে লাভ-ক্ষতি,সময় দূরত্ব।
তবুও, স্থির সিদ্ধান্তে আসতে,পারলে আর কই…
ভালবাসাবাসির রঙিন চাদরে,যতই ঢাকতে যাওয়ার প্রচেষ্টা,দৈর্ঘ্য-প্রস্থে কম পরে টানাটানি!
পাছে,কে কি,ভাববে,”আরে দূর,ভাবতে দাও তো”
বলে গলা উঁচিয়ে দেখেছি,শাশ্বত প্রেম বিজয়ধ্বজা
ভাসতে চেয়েছি হাওয়ার স্রোতে,
উড়িয়েছি শিমুল তুলো,সমালোচনার ঢেউ !
অথচ যে নাবিকে ভরসা,সেই জীবনের অংকে
কাঁচা হয়ে পাকাপাকি সিদ্ধান্তে অপারগ…!
পরীক্ষার শেষ ঘন্টা মুহূর্তেও সামনে খোলা পাতা!
জীবনের অংকে,যোগ,বিয়োগ,গুন,ভাগ চলে না ,
এ উপলব্ধিটা বাকিই রয়ে গেল,চরম আফসোসে!