কাছাকাছি এসো,এসো পাশাপাশি
একান্ত নিকট দূরত্বে এসো
নিরাপদ নিবিড় স্পর্শ ছুঁয়ে থাকি
দেখবে,জীবনের যত জটিলতা,যত প্রিয় ব্যাকুলতা
নীল নীল ভগ্নাংশ হয়ে ছড়িয়ে পড়ছে হাওয়ায়
ঝরে ঝরে পড়ছে হৃদয়ে ভালোলাগার রক্ত রঙিন ফুল
বেঁচে থাকার অন্তর্লীন অঙ্গীকার সেও সব দুঃখ ভুলে
স্বপ্নের অন্তর্নিহিত সুষমা সহ দাঁড়িয়েছে এসে
অনিবার্য প্রতিবাদের মুখোমুখি
উর্ধ্বগামী প্রতিরোধের সমুখ দরোজায়
একান্ত কাছাকাছি নিরাপদনিকট দূরত্বে অন্ততঃকিছুদিন
পাশাপাশি এসে থাকলে দেখাতে পারতাম
এক অনিবার্য সম্ভাবনাময় নতুন নির্মাণ
লাল আবির রাঙা সোনালী সকাল
এবং চির সুখী বসন্তের বাসন্তী ভূলোক
শোনাতে পারতাম ফুল ফোঁটার শব্দ,ডাহুকের কান্না
বুঝিয়ে দিতে পারতাম হৃদয় ভেজা শিশিরের নরম পরশ
কাছাকাছি এসো,এসো পাশাপাশি নিবিড় স্পর্শ ছুঁয়ে
জেগে থাকি এক স্থপ্নময় তীব্র অনুভবে
এসো,সকলে এক সঙ্গে সমস্বরে গেয়ে উঠি
জীবনের অন্তহীন গান
আর মাটিতে পা রেখে সবাই জীবনের মুখোমুখি দাঁড়াই ।