সুখ কি শুধুই নৈকট্য ,নাকি দূরত্বাভিলাষী ?
জীবনের সরল কষেছো কখনো ?
বন্ধনীর ঘেরাটোপে যোগ-বিয়োগ-গুণ-ভাগ ;
সরলফলে কখনো অতিরিক্ত আবার কখনো বা বাড়ন্ত ?
আচ্ছা সুখ কি জীবনের ব্যস্তানুপাতিক?
জীবনের আহ্নিকগতিতে সুখ পাখিটা মিলিয়ে যেতে থাকে অভিকর্ষের বিপরীতে অসীম আলোকবর্ষে ।
অনুভূতিহীণ অনুভূতিরা কেবলই দিশেহারা ।
জটিল গাণিতিক সমাধানের সূত্রগুলো গলাধঃকরণ করে ভেবেছিলাম জীবনের জটিলতার সমাধান করায়ত্ত করেছি নিমেষে ।
ভুল!ভুল!ভুল! শুধু ভুল করেছি বারেবার ।
কেন্দ্র বিন্দুকে কেন্দ্র করে , কম্পাসের ঘূর্ণাবৃত্তের
গোলোক ধাঁধায় ঘুরছে জীবন দূর্নিবার গতিতে ।
ভঙ্গুর জীবন, কতবার গড়েছি তোমায় নিজের ইচ্ছেমত ।দলেছিও বহুরূপে বহুবার ।
সাইন থিটা-কস থিটা-আলফা-বিটা-গামা-র
মতো কতো নিত্য নতুন চরিত্রের ভিড়ে
রামধনু ছড়ায় জীবনে । স্বপ্নিল-বর্ণাঢ্য জোয়ারে
অগোছালো শ্যাওলার মতো ভেসে চলে অবিরাম ।